• NEWS PORTAL

  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

লোকালয়ে উঠে আসছে কুমির, পদ্মাপাড়ে হঠাৎ আতঙ্ক 

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:২২, ২৬ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
লোকালয়ে উঠে আসছে কুমির, পদ্মাপাড়ে হঠাৎ আতঙ্ক 

কয়েক দিন ধরে কুমির লোকালয়ে উঠে আসছে এ খবরে আতঙ্ক বিরাজ করছে মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীর তীরবর্তী এলাকার শ্যামুবাড়ি গ্রামে। এরইমধ্যে স্থানীয়দের ক্যামেরায় ধরা পড়েছে একটি কুমির। স্থানীয়দের দাবি, রাতে এবং ভোরে পদ্মা নদী থেকে কুমির উঠে আসছে লোকালয়ে। 

সামুরবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, গ্রামের একটি পুকুর পাড়ে অন্তত দুটি কুমির দেখা গেছে। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কৌতূহলী হয়ে পুকুর পাড়ে ভিড় করছেন স্কুলশিক্ষার্থী ও আশপাশের এলাকার বহু মানুষ।

স্থানীয় যুবক মো. হায়াৎ হোসেন ও মো. রানা ওরফে মধু জানান, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে পথচারীরা পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় গোঁয়ালঘরের কাছে একটি কুমির দেখতে পান। আতঙ্কিত হয়ে তারা চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে টর্চলাইটের আলোতে কুমিরটির ছবি তোলার চেষ্টা করলে কুমিরটি ধীরে ধীরে পুকুর পাড় থেকে নদীর দিকে চলে যায়।

স্থানীয় গৃহবধূ সালিনা বেগম বলেন, রাতে গোঁয়ালঘরের পাশে কুমির দেখতে পাই। ছবি তুলতে গেলে সেটা পুকুর পাড় থেকে সরে যায়। এ ঘটনায় স্থানীয়রা আতঙ্কিত হয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন জানান, স্থানীয়রা কুমির দেখার বিষয়টি অবহিত করেছে। এবিষয়ে বন্যপ্রাণী সংরক্ষণ টিমকে খবর দেওয়া হয়েছে। তারা পৌছালে প্রাণীটি রেইসকিউ করা হবে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2