• NEWS PORTAL

  • সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশির মৃত্যু

প্রকাশিত: ২১:৫০, ২৬ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশির মৃত্যু

খাসিয়াদের গুলিতে নিহত শাকিল

সিলেটের কানাইঘাটের দনা সীমান্তে খাসিয়াদের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। নিহত ওই যুবকের নাম শাকিল আহমদ। সে উপজেলার পাত্তিছড়া গ্রামের রহিম উদ্দিনের ছেলে।

রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে ভারতীয় খাসিয়াদের ছররা গুলিতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার।

স্থানীয়রা জানান, রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে কানাইঘাটের দনা সীমান্তে দিয়ে কয়েকজন যুবক সুপারি আনতে ভারতের সীমান্তের অভ্যন্তরে ৫০০ গজ ভেতরে ঢুকে পড়েছিলেন। এ সময় খাসিয়াদের সাথে তাদের দ্বন্দ্ব হয়। একপর্যায়ে ভারতীয় খাসিয়াদের ছররা গুলিতে শাকিল আহমদ গুরুতর আহত হয়। আহত অবস্থায় শাকিলকে সঙ্গীরা দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2