• NEWS PORTAL

  • বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

সোনামসজিদ সীমান্তে ভারতীয় ওয়াকিটকি জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:১৫, ২৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
সোনামসজিদ সীমান্তে ভারতীয় ওয়াকিটকি জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযানকালে ভারতীয় ওয়াকিটকি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। রবিবার (২৬ অক্টোবর) গভীর রাতে জেলার শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন সীমান্ত এলাকা থেকে ওয়াকিটকি জব্দ করলেও এ সময় কাউকে আটক করতে পারেনি মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে এ বিষয়ে নিশ্চিত করেন ৫৯ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. গোলাম কিবরিয়া। 

তিনি জানান, গত রবিবার (২৬ অক্টোবর) রাতে সোনামসজিদ স্থলবন্দর সংলগ্ন সীমান্তে টহল দেওয়ার সময় কয়েকজন মানুষের জটলা দেখতে পায় বিজিবি সদস্যরা। এ সময় রাত ১১টার দিকে তাদের ধাওয়া করলে হাতে থাকা কিছু একটা জিনিস ফেলে রাতের আঁধারে ভারতের দিকে পালিয়ে যায় তারা। পরে সীমান্ত পিলার ১৮৫/এস এর কাছে তল্লাশি করে টেপ দিয়ে মোড়ানো একটি ছোট কার্টুন উদ্ধার করে বিজিবি।

গোলাম কিবরিয়া আরো জানান, টেপ মোড়ানো কার্টুন খুলে তার ভেতর থেকে দুইটি নতুন ওয়াকিটকি সেট, দুইটি অ্যান্টেনা ও দুইটি চার্জার জব্দ করা হয়। তবে এই ধরনের পণ্য চোরাচালানের বিষয় বিজিবি কখনো শোনেনি এবং দেখেওনি। ওয়াকিটকিগুলোর টেকনিক্যাল বিষয়গুলো যাচাই-বাছাই চলছে এবং আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান অধিনায়ক। 
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2