খুলনায় ডাবল মার্ডার মামলায় সাতজনের ফাঁসির আদেশ
খুলনার দৌলতপুর পাবলার পারভেজ হাওলাদার ও সুপর্না সাহা হত্যা মামলার রায়ে সাতজনের ফাঁসি ও দুই জনকে খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে অতিরিক্ত মহানগর আদালত-১’র বিচারক সুমি আহমেদ এই রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা হক জানান, ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- মিথুন, তুষার, জীবন, তুহিন, রাজ, ইবাদুল ও শোয়েব সুমন। এদের মধ্যে তিনজন পলাতক। খালাস পেয়েছেন কুটি ও শামীম।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, দেয়ানা সবুজ সংঘ মাঠের কাছে সাহাপাড়ায় সন্ত্রাসীরা গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পারভেজ হাওলাদারকে। ঘটনাটি ঘটে ২০০৯ সালের ৩ জানুয়ারি রাতে। তাকে কুপিয়ে জখম করার সময় সাহাপাড়া থেকে সুপর্না সাহা, তার বাবা দিলিপ সাহা ও তার স্ত্রী রেখা সাহা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সুপর্না সাহাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পারভেজের বাবা নিজামউদ্দিন বাদী হয়ে সাতজনকে আসামি করে মামলা দায়ের করেন।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: