• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে পর্দার অন্তরালে ষড়যন্ত্র চলছে: আব্দুল কাদির ভূইয়া জুয়েল

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩০, ২৮ অক্টোবর ২০২৫

আপডেট: ১৭:৩০, ২৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে পর্দার অন্তরালে ষড়যন্ত্র চলছে: আব্দুল কাদির ভূইয়া জুয়েল

বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক আব্দুল কাদির ভূইয়া জুয়েল বলেছেন, নির্বাচন যেন না হয় এবং পালিয়ে যাওয়া ফ্যাসিবাদ যেন ফিরে আসতে পারে, সে লক্ষ্যে পর্দার অন্তরালে থেকে নানামুখী ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা। 

তিনি বলেন, একটা অংশ চায় আবার বাংলাদেশকে আধিপত্যবাদের দাস বানাতে। কেউ আবার ঘুম-খুনের মাধ্যমে ফ্যাসিবাদকে চাপিয়ে দিতে চায়। আবার কেউ জান্নাতের টিকিট বিক্রির নামে জনগণকে ধোঁকা দিয়ে নির্বাচন বানচালের পাঁয়তারা করছে। 

তিনি আরও বলেন, আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, যাতে কোনো অপশক্তি আবারও এক-এগারোর মতো কোনো তৎপরতা চালাতে না পারে। ঐক্যবদ্ধভাবে মানবপ্রাচীর তৈরি করে আমাদের এসব অপশক্তিকে প্রতিহত করতে হবে। আমরা খালেদা জিয়ার সেই কর্মী যারা দুঃসময়ে পালিয়ে যাই না। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে নরসিংদীর মনোহরদী অডিটোরিয়ামে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মনোহরদী উপজেলা যুবদলের আহ্বায়ক নাদিম মাহমুদ বায়জিদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির উপদেষ্টা ডা. আব্দুল খালেক, সহ-প্রচার সম্পাদক এ. কে. এম. বাছেদ মোল্লা ভুট্টো, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল হক জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ। 

এর আগে মনোহরদী বাসস্ট্যান্ডে উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আব্দুল কাদির ভূইয়া জুয়েল। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মনোহরদী অডিটোরিয়ামে এসে শেষ হয়।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2