নিহত কালামের ছেলেমেয়ের পড়ালেখার দায়িত্ব নিলেন বিএনপি নেতা
ছবি: সংগৃহীত
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালাম আজাদের দুই সন্তানের লেখাপড়ার দায়িত্ব নিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও শরীয়তপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান কিরণ।
বুধবার (২৯ অক্টোবর) বিকালে নড়িয়ার মোক্তারেরচর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে নিহত আবুল কালাম আজাদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি। এ সময় নিহতের দুই সন্তানের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব নেন এবং পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
শফিকুর রহমান কিরণ গণমাধ্যমকে বলেন, আমরা শুধু একটি সন্তান হারাইনি, আমার এলাকার এক কর্মক্ষম তরুণকেও হারিয়েছি। এই কষ্ট সরকার ভোগ করবে না, ভোগ করবে পরিবার ও আমাদের সমাজ। কোনো ক্ষতিপূরণ দিয়েই একজন কর্মক্ষম মানুষকে ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে পরিবারের কথা চিন্তা করে আমি ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করছি। যদি পরিবার তা না পায়, আদালতের আশ্রয় নিতে হবে। আমি বিশ্বাস করি, আইন তার নিজস্ব গতিতে চলবে এবং আমরা ন্যায়বিচার পাব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, এটি কোনো ছোট দুর্ঘটনা নয়। এটি একটি বিশাল রাষ্ট্রীয় প্রকল্প মেট্রোরেল। এখানে বিয়ারিং প্যাড খুলে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এটি কোনো ত্রিশ লাখ টাকার বাস দুর্ঘটনা নয় কিংবা রাস্তার পিচের সমস্যাও নয়। এটি অবহেলা ও নিম্নমানের কাজের ফল। সরকারকে এর জন্য দায়ভার গ্রহণ করতে হবে।
নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে শফিকুর রহমান কিরণ বলেন, আমি পৃথিবীর ৮৮টি দেশে ঘুরেছি, কিন্তু কোথাও এমন ঘটনা দেখিনি- বিয়ারিং প্যাড খুলে পড়ে যাবে। দুর্ঘটনা ঘটতে পারে, তবে যারা কাজ করেছে তারা সঠিকভাবে নজরদারি করেনি এবং নিম্নমানের বিয়ারিং প্যাড ব্যবহার করেছে। সেখানে সেন্সর বসানো উচিত ছিল, যাতে যেকোনো সমস্যা মুহূর্তেই শনাক্ত করা যায় এবং অভিজ্ঞ প্রকৌশলীরা তত্ত্বাবধান করতে পারেন।
তিনি আরও বলেন, আমি নড়িয়া-সখীপুর নির্বাচনী এলাকার সম্ভাব্য প্রার্থী হিসেবে এসে দেখেছি বাচ্চাগুলো ছোট। তাই তাদের লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়েছি। পাশাপাশি বিএনপি আগামী নির্বাচনে রাষ্ট্রীয় ক্ষমতায় এলে নিহত আজাদের স্ত্রীকে একটি কর্মসংস্থানও দেওয়া হবে।
শফিকুর রহমান কিরণ জানান, জেলা ও কেন্দ্রীয় বিএনপির পক্ষ থেকেও নিহতের পরিবারের জন্য একটি অনুদান অনুমোদনের প্রক্রিয়ায় আছে, যা সপ্তাহখানেকের মধ্যে হস্তান্তর করা হবে। এ সময় নিহত আবুল কালামের পরিবারের পাশে ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিভি/এআই




মন্তব্য করুন: