• NEWS PORTAL

  • বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

শয়নকক্ষ থেকে গৃহবধূ ও দেড় বছরের কন্যাশিশুর মরদেহ উদ্ধার 

প্রকাশিত: ১৫:৫৯, ২৯ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
শয়নকক্ষ থেকে গৃহবধূ ও দেড় বছরের কন্যাশিশুর মরদেহ উদ্ধার 

ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়িতে শয়ন কক্ষ থেকে এক গৃহবধূ ও তার দেড় বছরের শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফটিকছড়ি পৌর সদরের ৮ নম্বর ওয়ার্ডে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাশে অবস্থিত কামাল ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

গৃহবধূ আফরোজা আফরিন (২৬) আনোয়ার হোসেনের স্ত্রী ও মেয়ে আতকিয়া আয়েশার বয়স ১৬ মাস।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আফরোজা আফরিন তার শিশুকন্যাকে গোসল করানোর কথা বলে শোবার ঘরের দরজা বন্ধ করেন। দীর্ঘক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা দরজা খুলতে চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ এসে লোহার দরজা ভেঙে মা-মেয়ের মরদেহ উদ্ধার করে।

জানা যায়, নিহত আফরিন  দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। ফটিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গৃহবধূ আফরোজা আফরিন আত্মহত্যার আগে তার শিশুকন্যাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছেন। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2