• NEWS PORTAL

  • শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা যাত্রী নিহত

প্রকাশিত: ০৮:২৯, ৩১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা যাত্রী নিহত

ছবি: সড়ক দুর্ঘটনায় অটোরিকশা যাত্রী নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর নিচে কাভার্ডভ্যানের চাপায় মাঈনউদ্দিন নামের এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে মহাসড়কের কাঁচপুর সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে। 

এ সময় আহত হয়েছে আরো দুইজন। দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে যায়। গাড়িটি জব্দ করা হয়েছে।

 বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী।

নিহত মাইন উদ্দিন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিরিস্বর গ্রামের জাকির হোসেনের ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, ঢাকাগামী একটি কাভার্ডভ্যান সেতুর উপরে উঠলে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে যায়। এ সময় পেছনে থাকা একটি অটোরিকশাকে চাপা দিলে মাঈনউদ্দিন নামের এক যাত্রীর ঘটনাস্থলেই মারা যায়। এ ছাড়া আহত হন চালকসহ এক যাত্রী। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2