চট্টগ্রামস্থ পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপির মতবিনিময়
আগামী জাতীয় নির্বাচন দেশ ও দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ: মুনীর হোসেন
 
								
													চট্টগ্রামস্থ পটুয়াখালীর বাউফল উপজেলার জাতীয়তাবাদী দলের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে চট্টগ্রাম নগরীর সিইপিজেড মোড় এলাকার বে-শপিং সেন্টার মাঠে এ মতবিনিময় ও আলোচনা সভা হয়।
চট্টগ্রামস্থ পটুয়াখালীর বাউফল উপজেলা বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এই মতবিনিময় সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক ও আগামী জাতীয় নির্বাচনে পটুয়াখালী-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো: মুনীর হোসেন উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি বলেন, আগামী জাতীয় নির্বাচন দেশ এবং দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দল থেকে আগামী নির্বাচনে মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে বাউফলবাসীর উন্নয়নে কাজ করার আশাবাদও ব্যক্ত করেন তিনি।
বিভি/পিএইচ
 
						





 
							
							 
						 
 
										 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							
 
											 
											 
											 
											
মন্তব্য করুন: