এক রাতে ৪ দোকানে চুরি!
 
								
													সাতক্ষীরার আশাশুনিতে এক রাতে ৪ দোকানে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা ও কাদাকাটি বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারের অশোক কর্মকারের লক্ষ্মী জুয়েলার্সের দুইটি দরজা ভেঙে দোকানের ভিতরে থাকা পাঁচ মণ ওজনের লোহার সিন্দুকসহ ৫ লাখ টাকার স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায় চোরেরা।
এছাড়াও, কাদাকাটি ইউনিয়নের পূর্ব কাদাকাটি বাজারের সুকুমার মন্ডলের কীটনাশক, তুষার কান্তি সরকারের মোবাইল সার্ভিসিং এবং কোহিনুর সরদারের ঔষধ ও মুদির দোকান থেকে কয়েক সহস্রাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। দুঃসাহসিক এসব চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীদেরকে থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে।
বিভি/পিএইচ
 
						





 
							
							 
						 
 
										 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							
 
											 
											 
											 
											
মন্তব্য করুন: