• NEWS PORTAL

  • শনিবার, ০১ নভেম্বর ২০২৫

একটানা ৪০ দিন নামাজ আদায় করায় শিশুদের ছাগল উপহার

প্রকাশিত: ১৮:১৭, ৩১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
একটানা ৪০ দিন নামাজ আদায় করায় শিশুদের ছাগল উপহার

রাজবাড়ীর কালুখালী উপজেলার সুর্য্যদিয়া গ্রামের সূর্য্যদিয়া দাখিল মাদ্রাসা জামে মসজিদে এক অনন্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। ৪০ দিন একটানা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা শিশুদের মাঝে পুরস্কার হিসেবে বিতরণ করা হয়েছে ছাগল।

মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিদের সহযোগিতায় এই ধর্মীয় প্রতিযোগিতার আয়োজন করা হয়। জানা যায়, যেসব শিশু ৪০ দিন নিয়মিতভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, তাদের হাতে শুক্রবার জুমার নামাজ শেষে ছাগল তুলে দেওয়া হয় পুরস্কার হিসেবে। এছাড়াও, প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল শিশুকেও উৎসাহমূলক পুরস্কার প্রদান করা হয়।

স্থানীয় মুসল্লি ও আয়োজকদের মতে, "এ ধরনের উদ্যোগ শিশুদের মধ্যে ইসলামি মূল্যবোধ জাগিয়ে তুলবে, নামাজের প্রতি আগ্রহ বাড়াবে এবং তারা সমাজের অসৎ প্রভাব থেকে দূরে থাকবে।"

অনুষ্ঠানে মসজিদ কমিটির ক্যাশিয়ার মো. রফিকুল ইসলাম ঘোষণা দেন, সূর্য্যদিয়া গ্রামের যেসব শিশু নিয়মিত নামাজ পড়বে এবং বিদ্যালয়ে ১ থেকে ১০-এর মধ্যে রোল ধরে রাখতে পারবে, তাদেরকে প্রতি জানুয়ারি মাসে পুরস্কৃত করা হবে।

গ্রামের শিক্ষা ও ধর্মীয় উন্নয়নে নিয়মিত সহযোগিতা করে আসছে স্থানীয় তরুণ সংগঠন "সূর্য্যদিয়া সূর্য্যতরুণ ফাউন্ডেশন", যারা শিশুদের ধর্মীয় ও সামাজিক বিকাশে কাজ করছে নিরলসভাবে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2