জেলা ঘোষণার দাবিতে ভৈরবে সড়কেই নফল নামাজ আদায়
 
								
													ভৈরবকে জেলা ঘোষণার দাবি এবং ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে মহাসড়কে নফল নামাজের কর্মসূচি পালন করেছে ভৈরব জেলা বাস্তবায়ন ঐক্য মঞ্চ।
শুক্রবার (৪ অক্টোবর) বাদ জুমা ঢাকা–সিলেট মহাসড়কের দুর্জয় মোড় এলাকার মেহের চাঁন জামে মসজিদের সামনে আন্দোলনকারীরা সড়কে পেপার বিছিয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের নেতা মাওলানা সাইফুর রহমান শাহারিয়ার, নজরুল ইসলাম রাতুল, ছাত্রনেতা হান্নান হিমু, ইয়ামিন জুনাইদসহ শতাধিক আন্দোলনকারী। শান্তিপূর্ণ এই কর্মসূচিকে ঘিরে ভৈরব থানা-পুলিশ, সেনাবাহিনী, হাইওয়ে পুলিশসহ স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে ছিল।
জানা গেছে, জুমার নামাজ শেষে দুপুর ১টা ৫৫ মিনিটে আন্দোলনকারীরা সড়কে অবস্থান নেন। ২টা ৮ মিনিটে নামাজ শুরু হয়ে ২টা ১২ মিনিটে শেষ হয়। প্রায় ১৭ মিনিট সড়কের এক পাশ বন্ধ থাকায় যানজটে দীর্ঘ লাইন তৈরি হয়। নামাজ শেষে সড়কের দক্ষিণ পাশে মসজিদের সামনে মোনাজাত অনুষ্ঠিত হয়।
নেতা সাইফুর রহমান শাহারিয়ার বলেন, “শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসেবে মহাসড়কে নফল নামাজ আদায় করেছি। আল্লাহর কাছে প্রার্থনা করেছি যেন ভৈরবকে জেলা ঘোষণার পথ সহজ করে দেন এবং সব জটিলতা দূর হয়।”
তিনি আরও জানান, পরবর্তী কর্মসূচির বিষয়ে পরে ঘোষণা দেওয়া হবে।
ভৈরব থানার ওসি খন্দকার ফুহাদ রুহানী বলেন, “নামাজ চলাকালে পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের সদস্যরা সতর্ক ছিলেন, যেন কোনো বিশৃঙ্খলা না হয়। নামাজ শেষে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে সড়ক থেকে সরে যান।”
বিভি/এজেড
 
						





 
							
							 
						 
 
										 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							
 
											 
											 
											 
											
মন্তব্য করুন: