• NEWS PORTAL

  • রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

দুর্বৃত্তের ছোড়া গুলিতে প্রাণ গেলো কৃষকের, আহত আরও ১

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৩২, ২২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
দুর্বৃত্তের ছোড়া গুলিতে প্রাণ গেলো কৃষকের, আহত আরও ১

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার রায়টা ঘাট এলাকায় রেফাজুল ইসলাম (৫০) নামে এক কৃষককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় লালন মন্ডল (৪৫) নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা নতুনপাড়া এলাকার কৃষক রেফাজুল ইসলাম ও লালন মন্ডল দোকানে কেনাকাটা করছিলেন। এসময় কয়েকজন অস্ত্রধারী দুর্বৃত্ত হঠাৎ খুব কাছ থেকে তাদের উদ্দেশ্যে গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই রেফাজুল ইসলাম নিহত হন। গুলিবিদ্ধ হন লালন। তবে, বেশকিছু দিন ধরেই এলাকায় জায়গা জমি ও বালু মহালের দখল নেওয়াকে কেন্দ্র করে নিজেদের অস্তিত্ব জানান দিতে পক্ষগণের মধ্যে গুলাগুলি, ধাওয়া পাল্টা ধাওয়া ও হত্যাকাণ্ডের মতো একাধিক ঘটনা ঘটে চলেছে।

নিহত রেফাজুল রায়টা নতুনপাড়া এলাকার জামাত মন্ডলের ছেলে এবং লালন ইসলাম একই এলাকার কালু মাঝির ছেলে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ তালুকদার জানান, রায়টা ঘাট এলাকায় রেফাজুল ইসলাম নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। আহত হয়েছেন লালন ইসলাম নামে আরো একজন। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। আধিপত্যের জেরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা। যারাই এই ঘটনায় জড়িত থাক, তাদের শনাক্তকরণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2