• NEWS PORTAL

  • রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে ‘ভীষণ চাপে’ ইউক্রেন

প্রকাশিত: ০৮:৫০, ২২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে ‘ভীষণ চাপে’ ইউক্রেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে ‘ভীষণ চাপে’ পড়েছে ইউক্রেন। ট্রাম্প ফক্স নিউজ রেডিওকে বলেন, কিয়েভকে এক সপ্তাহের মধ্যেই পরিকল্পনাটি মেনে নিতে হবে। তিনি জানান, বৃহস্পতিবারই ছিল ইউক্রেনের জন্য যথোপযুক্ত সময়সীমা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনের সমর্থন হারানো অথবা দেশের মর্যাদা ও স্বাধীনতা বিসর্জন- এই দুইয়ের মধ্যে এক কঠিন সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়েছে দেশটি। ট্রাম্পের এমন প্রস্তাবে নিজেরা মহান সংকটে পড়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ট্রাম্প বলেন, শীত আসার আগে যুদ্ধ থামানো জরুরি, তাই সময় খুব কম। ওই পরিকল্পনা তাকে গ্রহণ করতেই হবে। যদি পছন্দ না হয়, তাহলে যুদ্ধ চালিয়ে যেতে হবে। তিনি আরও উল্লেখ করেন, ওভাল অফিসে আমি তাকে (ভলোদিমির জেলেনস্কি) বলেছিলাম, ‘তোমার হাতে কার্ড নেই।’

এদিকে, শুক্রবার (২১ নভেম্বর) জাতির উদ্দেশে ভাষণে ভলোদিমির জেলেনস্কি বলেন, এখন ইউক্রেনকে হয় মর্যাদা হারানো, নয়তো গুরুত্বপূর্ণ মিত্রকে হারানোর ঝুঁকি নিতে হচ্ছে। এই পরিকল্পনার দুইটি বিষয়, আমাদের মর্যাদা ও স্বাধীনতা অক্ষুণ্ন রাখতে আমি দিনরাত লড়াই করবো।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2