• NEWS PORTAL

  • রবিবার, ২৩ নভেম্বর ২০২৫

পোয়া গণির ৩৩ কেজি ওজনের পোয়ার দাম ৭ লাখ 

প্রকাশিত: ২০:২৯, ২২ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পোয়া গণির ৩৩ কেজি ওজনের পোয়ার দাম ৭ লাখ 

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন উপকূলে জেলে আব্দুল গণির (পোয়া গণি) জালে এবার ধরা পড়েছে প্রায় ৩৩ কেজি ওজনের সোনালি পোয়া। 

শনিবার (২১ নভেম্বর) সকালে মাছটি ধরা পড়ে। বিকালে মাছটি বিক্রি হয়েছে ৭ লাখ টাকায়।

স্থানীয়ভাবে সোনালি বা কালো পোয়া নামে পরিচিত এই মাছের বৈজ্ঞানিক নাম প্রোটোনিবিয়া ডায়াকান্থাস।

মাছটি ওঠার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এরপর থেকেই সৈকত এলাকায় ভিড় করছেন স্থানীয় মানুষ, পর্যটক এমনকি বিভিন্ন এলাকার পাইকাররাও। 

আব্দুল গণি সেন্ট মার্টিন ইউনিয়নের পশ্চিমপাড়ার মৃত সুলতান আহমদের ছেলে। কয়েক বছর ধরে তার জালে বড় আকারের পোয়া মাছ ধরা পড়ায় এলাকাবাসী তাকে  ‘পোয়া গণি’ নামে ডাকেন।

আব্দুল গণি গণমাধ্যমকে বলেন, প্রতিদিনের মতো সাগরে গিয়েছিলাম। হঠাৎ জাল ভারি হয়ে যায়। তুলে দেখি বিশাল কালো পোয়া। এ ধরনের মাছই আমাকে টেনে রেখেছে এই পেশায়। পরিবারটাও এখন ভালো চলছে।

২০১৮ সালের ১৪ নভেম্বর গণির জালে প্রথম ধরা পড়ে ৩৪ কেজি ওজনের একটি কালো পোয়া, তখন সেটি বিক্রি হয়েছিলো ১০ লাখ টাকায়। এই মাছটি তার জীবনের মোড় ঘুরিয়ে দেয় বলে জানান তিনি।

স্থানীয় ব্যবসায়ী সাজু গণমাধ্যমকে বলেন, সেন্ট মার্টিনে বড় মাছ মানেই গণি ভাই। তিনি কয়েক বছর ধরে বড় বড় পোয়া মাছ পাচ্ছেন সাগরে, এলাকায় তিনি পরিচিত মুখ।

এছাড়াও ২০২০ এবং ২০২২ সালের নভেম্বর মাসে গণির জালে ধরা পড়েছিল আরও তিনটি বড় আকৃতির পোয়া মাছ। যেগুলো সর্বসাকুল্যে প্রায় ১৫ লাখ টাকায় তিনি বিক্রি করেছিলেন।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, কালো পোয়া মাছের পেটে থাকা ‘পদনা’ বা ‘ফুলা’ বিদেশে অত্যন্ত মূল্যবান। এটি বিশেষ ধরনের ওষুধ প্রস্তুতে ব্যবহৃত হয়। বাংলাদেশের বাজারে কালো পোয়া সাধারণ মাছের তুলনায় কয়েকগুণ দামি বলে জানান তিনি।


 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2