• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

বগুড়ায় ছেলে-মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা 

প্রকাশিত: ১৪:৪২, ২৫ নভেম্বর ২০২৫

আপডেট: ১৬:৩৬, ২৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বগুড়ায় ছেলে-মেয়েকে হত্যার পর মায়ের আত্মহত্যা 

বগুড়ার শাহজাহানপুরে ছেলে-মেয়েকে হত্যার পর আত্মহত্যা করেছে মা। উপজেলার মাঝিড়া এলাকায় মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম শফিক জানান, এদের মধ্যে মা সাদিয়া মোস্তারিমের বয়স ৩০, ছেলে সাইফ ২ ও মেয়ে সাইফা ৪ বছরের। স্থানীয়রা জানায়, সকালে বাড়িটির দরজা বন্ধ দেখে তাদের ডাকাডাকি করেন স্বজনরা। এসময় কোন সাড়া না পেয়ে দরজা খুলে ভেতরে ঢুকে মায়ের ঝুলন্ত দেহ ও বিছানায় দুই শিশুর গলাকাটা দেহ দেখতে পান তারা। পরে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন। এসময় স্বামী শাহাদত হোসেন পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। তিনি একজন সেনা কর্মকর্তা। বর্তমানে ময়মনসিংহে কর্মরত। এক সপ্তাহ আগে ছুটিতে বাড়ি আসেন। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2