নিখোঁজের ৯ দিন পর শ্রমিকদল নেতা অর্ধগলিত মরদেহ উদ্ধার
কুষ্টিয়ার পদ্মা নদীতে বালুর টাকা তুলতে গিয়ে নৌকা ডুবে নিখোঁজের ৯ দিন পর জাতীয়তাবাদী শ্রমিকদল কুষ্টিয়া সদর উপজেলার সাধারণ সম্পাদক আবেদুর রহমান আন্নুর (৫৩) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ফরিদপুর জেলার কবিরপুর নামক এলাকার চরে এই মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নৌ-পুলিশ অর্ধগলিত লাশটি উদ্ধার করে। এই সংবাদ পেয়ে নিহতের পরিবারের সদস্যরা মরদেহের পোশাক দেখে শনাক্ত করেছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) নিকটস্থ অঞ্চলের নৌ-ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাসিম আহম্মেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, আন্নু গত ১৬ নভেম্বর সকাল ১০টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর এলাকার পদ্মা নদী থেকে নিখোঁজ হন মর্মে ঘটনার একদিন পর নিহতের স্ত্রী জিয়াসমিন আরা রুমা কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই দিন ধরে উদ্ধার তৎপরতা চালিয়েও আন্নু’র কোন সন্ধান পায়নি।
সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল ৯টার দিকে আন্নু পদ্মা নদীর হাটশ হরিপুর মোহনায় মাছ কেনার জন্য যান। বেলা ১১টার দিকে চর ভবানীপুর এলাকায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই বাল্কহেড ট্রলারের সঙ্গে তার ডিঙি নৌকার ধাক্কা লাগে। এতে আন্নু ও নৌকার মাঝি পানিতে পড়ে যান। স্থানীয় জেলেরা নৌকার মাঝিকে উদ্ধার করলেও আন্নুর আর খোঁজ পাওয়া যায়নি।
নৌ-ফাঁড়ির পুলিশ পরিদর্শক নাসিম আহম্মেদ বলেন, পরিবারের সদস্যরা ফাঁড়িতে আছেন। তারাই লাশ শনাক্ত করেছেন। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, ঘটনাটি নদীতে হওয়ায় নৌ-পুলিশ লাশ উদ্ধারসহ আনুসঙ্গিক আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন। আন্নু নিখোঁজের ঘটনায় তার স্ত্রী ১৭ নভেম্বর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: