• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

সাতক্ষীরায় খাদ্যে বিষক্রিয়া, শিশুসহ অসুস্থ ১১ 

সাতক্ষীরা প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:৫১, ২৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
সাতক্ষীরায় খাদ্যে বিষক্রিয়া, শিশুসহ অসুস্থ ১১ 

সাতক্ষীরার শ্যামনগরে নতুন ঘর নির্মাণ উপলক্ষে পারিবারিক পিঠা উৎসবে বিষক্রিয়ায় শিশুসহ একই পরিবারের ১১ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ ব্যক্তিরা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সোমবার রাতে উপজেলার রমজান নগর ইউনিয়নের সোনাখালী গ্রামের সাইদ গাজীর বাড়ীতে এ ঘটনা ঘটে। 

অসুস্থরা হলেন, সুমাইয়া (২২), আইজা (০২), মেহজাবিন (১০), সামিডা (০৪), আকলিমা (৩৫), জান্নাতি (১৫), আইয়ুব খান (৬০), আজিহা (০১), শারমিন (২৩), মিতা (৩৫) ও উম্মে হাবিবা (২১)।

পারিবারিক সূত্রে জানা গেছে, নতুন ঘর তৈরির আনন্দে সাইদ গাজী তার পরিবারের মেয়ে, জামাই ও নাতি-পুতিসহ সকলের পিঠা খাওয়ার দাওয়াত করেন। পিঠা তৈরির সময় রান্নাঘরে রাখা দানাদার কীটনাশককে কালোজিরা ভেবে মিশিয়ে ফেলেন পরিবারের সত্তোরোর্ধ্ব বয়োবৃদ্ধা জুলেখা বিবি। এরপর ওই পিঠা খাওয়ার কিছুক্ষণ পর পরই সবারই বমি, মাথা ঘোরা ও পেট ব্যথাসহ বিষক্রিয়ার উপসর্গ দেখা দেয়। এসময় প্রতিবেশীরা দ্রুত তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর চিকিৎসকেরা দ্রুত তাদের পাকস্থলী পরিষ্কারসহ প্রয়োজনীয় চিকিৎসা দেন। বর্তমানে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে, এ ঘটনার পর এলাকা জুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. শামিম হোসেন জানান, খাবারের সঙ্গে বিষক্রিয়ায় এমন ঘটনাটি ঘটেছে। সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে। এখনও তারা শঙ্কামুক্ত নন। 

ঘটনাস্থল পরিদর্শন করে শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ বিপ্লব হোসেন জানান, ভুলবশত খাদ্যে বিষক্রিয়ার এ ঘটনাটি ঘটেছে।

বিভি/এসজি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2