• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫

ভারতে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে আতঙ্ক, সীমান্তে বিজিবির টহল জোরদার

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৩, ২৫ নভেম্বর ২০২৫

আপডেট: ১৭:৩৩, ২৫ নভেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ভারতে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে আতঙ্ক, সীমান্তে বিজিবির টহল জোরদার

ভারতের বিশেষ ভোটার তালিকা হালনাগাদের প্রভাবে সীমান্তে অনিবন্ধিত মানুষ যাতে আসতে না পারে সেজন্য সাতক্ষীরা সীমান্তজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকালে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। 

এতে জানানো হয়, ভারতের বিশেষ ভোটার তালিকা হালনাগাদকরণ কার্যক্রম স্পেশাল ইনটেনসিভ রিভিশনকে (এসআইআর) কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বশিরহাট থানাধীন তারালী ও হাকিমপুর সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। নাগরিকত্বের প্রমাণপত্র না থাকা বহু মানুষ সীমান্তের দিকে সমবেত হচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় সীমান্তজুড়ে বাড়ানো হয়েছে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি।

জানা যায়, ভারতের পশ্চিমবঙ্গে বুথ লেভেল অফিসারদের (বিএলও) মাধ্যমে চলতি বছরের গত ৪ নভেম্বর থেকে এসআইআর কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত। ৯ ডিসেম্বর প্রকাশ করা হবে খসড়া ভোটার তালিকা। এ সময় বিএলওরা প্রত্যেক ভোটারের বাড়িতে গিয়ে জাতীয়তা ও ভোটার যোগ্যতা যাচাই করবেন। এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে রাজনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়েছে। তৃণমূল কংগ্রেস ও মুসলিম নাগরিকেরা এই প্রক্রিয়ার বিরোধিতা করেছেন। অন্যদিকে, বিজেপি প্রকাশ্যে সমর্থন জানিয়ে কর্মসূচি পরিচালনা করছেন। বিশেষত ২০০২ সালের পর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম নাগরিকদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা গেছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসআইআর আতঙ্কে গত ১ নভেম্বর ভারতীয় পুলিশ ৪৫ জনকে আটক করে বিএসএফের কাছে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য দিলে তারা নিজেদের ভারতীয় নাগরিক দাবি করেন। পরে তাদের আবারও পুলিশের কাছে ফিরিয়ে দেওয়া হয় এবং নাগরিকত্ব যাচাইয়ের জন্য বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। এছাড়াও ভারতীয় মুসলিম নাগরিকগণকে ‘কথিত বাংলাদেশী’ আখ্যা দিয়ে ভারতীয় পুলিশ ও বিএসএফ কর্তৃক নাগরিকত্ব সংক্রান্ত হয়রানীর তথ্য পাওয়া যায়।

এসব ঘটনার জেরে নানা ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, নাগরিকত্বের নথিপত্র নেই এমন বহু মানুষ প্রতিদিন সাতক্ষীরা সীমান্তের তারালী ও হাকিমপুর এলাকায় জড়ো হচ্ছেন। খোলা জায়গায় রাতযাপন, শীত, খাবার ও পানির অভাবে নারী-শিশুসহ সবাইকে মানবিক সংকটে পড়তে হচ্ছে। কিছু স্থানীয় ব্যবসায়ী তাদের কাছে খাবার বিক্রি না করায় পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের উদ্যোগে তাদের মাঝে শুকনো খাবার ও পানি বিতরণ করা হয়।

বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান, ভারতের অভ্যন্তরীণ এই ইস্যুর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল, আধিপত্য বিস্তার, বিশেষ নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। আনসার-ভিডিপি সদস্য এবং স্থানীয় গোয়েন্দা সংস্থাগুলোকেও এর সাথে যুক্ত করা হয়েছে। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সীমান্তবর্তী নাগরিকদের সঙ্গে সভা-মতবিনিময় করে সচেতনতা বাড়ানো হচ্ছে। জনগণকে নিরাপত্তাবিষয়ক তথ্য দিয়ে সহযোগিতা করারও আহ্বান জানানো হয়েছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2