• NEWS PORTAL

  • সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫

মানিকগঞ্জে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

প্রকাশিত: ১২:৪৩, ১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
মানিকগঞ্জে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

ছবি: মানিকগঞ্জে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিলো দুর্বৃত্তরা

মানিকগঞ্জ শহরের পশ্চিম  সেওতা -মানরা চৌরাস্তায়  অবস্থিত ঐতিহাসিক জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

রবিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত প্রায় তিনটার দিকে স্মৃতিস্তম্ভের সামনে রাখা টায়ারে আগুন ধরিয়ে দেয় তারা। এতে স্মৃতিস্তম্ভের কিছু অংশ পুড়ে কালো হয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে একটি প্রাইভেটকার স্মৃতিস্তম্ভের সামনে এসে থামে। গাড়ি থেকে নামা দুই ব্যক্তি স্মৃতিস্তম্ভের সামনে থাকা দুইটি টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সরে পড়ে। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই দৃশ্য নিশ্চিত করা হয়।

খবর পেয়ে ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ব্যাপারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সচিব নাহিদ মনির বলেন, মানিকগঞ্জে ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে আওয়ামী দুর্বৃত্তরা। তারা জুলাইয়ের স্মৃতিকে ঘৃণাভরে উপস্থাপনের চেষ্টা করছে। বৈষমবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি অতি দ্রুত এই দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হোক। 

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন জানান, গভীর রাতে দুর্বৃত্তরা জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের কাজ শুরু করেছে পুলিশ।  কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত এবং এর উদ্দেশ্য কী তা খতিয়ে দেখা হচ্ছে এবং অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

বিভি/এআই

মন্তব্য করুন: