চট্টগ্রামে বস্তিতে আগুন
ছবি: সংগৃহীত
চট্টগ্রামে অক্সিজেন মোড় এলাকায় একটি বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। সোমবার (১ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পরে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, সকাল পৌনে ১০টার দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন মোড় এলাকার কেডিএস গার্মেন্টেসের পেছনে একটি বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় ফায়ার সার্ভিস আগুন ছড়াতে না দেওয়ায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডে কোনো হতাহত হয়নি। তাৎক্ষনিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
বিভি/এসজি




মন্তব্য করুন: