• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

ভারত থেকে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১২, ২২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ভারত থেকে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ২৭ জন ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, সোমবার (২২ ডিসেম্বর) ভোররাত ৪টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পাসপোর্ট ব্যতীত অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের চেষ্টাকালে ২৭ জনকে আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন ৮ জন পুরুষ, ১২ জন নারী, ৫ জন শিশু এবং ২ জন তৃতীয় লিঙ্গের ব্যক্তি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বিভিন্ন সময়ে বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রম করে ভারতে গমন করেছিলেন। পরে কোনো ধরনের পাসপোর্ট বা ভ্রমণ সংক্রান্ত নথি ছাড়াই পুনরায় বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির হাতে আটক হন।

 ৫৯ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান , আটক ব্যক্তিদের পরিচয়, স্থায়ী ঠিকানা, জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশি নাগরিকত্ব যাচাই-বাছাইয়ের লক্ষ্যে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় সাধারণ ডায়েরি (জিডি) সম্পন্ন করে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিজিবি কর্তৃপক্ষ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে কঠোর নজরদারি অব্যাহত রাখার কথা জানিয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2