• NEWS PORTAL

  • বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

ডাকসু সদস্য হেমা চাকমার বাবার চিকিৎসার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৫২, ২৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ডাকসু সদস্য হেমা চাকমার বাবার চিকিৎসার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসু সদস্য হেমা চাকমার বাবার চিকিৎসার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) পানছড়ির লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠান এ সহায়তা প্রদান করা হয়।

খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন খাগড়াছড়ি জোনের উদ্যোগে পানছড়ি সাব-জোন কমান্ডার মেজর মো. জায়েদ-উর-রহমান অয়ন এই সহায়তা তুলে দেন। 

এ সময় হেমা চাকমার বাবা সাবেক চেয়ারম্যান অনিল চন্দ্র চাকমার উন্নত চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

তিনি বলেন, সেনাবাহিনী পাহাড়ের মানুষের সুখ, দুঃখে সবসময় পাশে থাকে। আমি ও আমার পরিবার সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2