• NEWS PORTAL

  • বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

পঞ্চগড়ে রেড ক্রিসেন্টের উদ্যোগে গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ০৮:৫৫, ২৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০৯:৩৩, ২৪ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
পঞ্চগড়ে রেড ক্রিসেন্টের উদ্যোগে গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরণ

পঞ্চগড়ের দেবীগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দেবীগঞ্জ থানা চত্বরে শতাধিক  জন গ্রাম পুলিশের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য ও পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মনিরুজ্জামান চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা কমিটির সদস্য জয়নাল আবেদিন ও বাবুল হক, দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন রাজু, দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ রায় ও সাধারণ সম্পাদক নাজমুস সাকিব মুনসহ গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।

পঞ্চগড় রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী সদস্য মোশাররফ হোসেন বলেন, আমরা এই সমাজটাকে পরিবর্তন করতে চাই। রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে প্রতি বছর দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। গ্ৰাম পুলিশের সদস্যরা একদম তৃণমূল পর্যায় থেকে আমাদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করে। তাই, এবছর দেবীগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়ন পরিষদের গ্ৰাম পুলিশের সদস্যদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হলো।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2