বাঘের থাবা থেকে বাঁচতে লোকালয়ে হরিণ!
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বাঘের তাড়া খেয়ে একটি হরিণ লোকালয়ে প্রবেশের পর তা আবারও সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের দৃষ্টিনন্দন এলাকার খোলপেটুয়া নদী পেরিয়ে হরিণটি লোকালয়ে প্রবেশের পর স্থানীয়দের নজরে পড়ে। এসময় হরিণটি ধরে স্থানীয় বন অফিসে খবর দেয় স্থানীয়রা। বনবিভাগের সদস্যরা পরে হরিণটি সুন্দরবনে অবমুক্ত করেন।
বুড়িগোয়ালিনী বন বিভাগের স্টেশন কর্মকর্তা (এসও) জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষুধার্ত বাঘের তাড়ায় সুন্দরবনের ভিতরে থাকা হরিণ মাঝে মধ্যে নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়ে। বৃহস্পতিবার সকালে লোকালয় থেকে উদ্ধার হওয়া হরিণটি সুন্দরবনের কলাগাছিয়া এলাকায় অবমুক্ত করা হয়েছে।
বিভি/পিএইচ




মন্তব্য করুন: