গাইবান্ধায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১
গাইবান্ধার সুন্দরগঞ্জে মাটি বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কাবিল হোসেন মণ্ডল (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় তার সঙ্গে থাকা ভাই হাতেম আলী গুরুতর আহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের সুন্দরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গাজিরকুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাবিল হোসেন মণ্ডল উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী গ্রামের নজির হোসেন নজু মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, বড় ছেলের বিয়ের দাওয়াত দিতে আত্মীয়দের বাড়ির উদ্দেশএ মোটরসাইকেলে করে রওনা হয়েছিলেন কাবিল। গাজিরকুড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটি ভর্তি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কাবিল হোসেন মণ্ডল ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। আহত হাতেম আলীকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
বিভি/এসজি




মন্তব্য করুন: