• NEWS PORTAL

  • সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

নলতায় চার শতাধিক অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৩৪, ১২ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
নলতায় চার শতাধিক অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে কম্বল বিতরণ

হাড় কাঁপানো শীতে সাতক্ষীরার নলতায় ৪ শতাধিক গরীব, অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকালে কালিগঞ্জ উপজেলার নলতা খানবাহাদুর আহছান উল্লাহ (রঃ) এর মাজার শরীফ বাজার এলাকায় উক্ত কম্বল বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ জাহিদুল হক।

নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক ডাঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নলতা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস আলী, কালিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুসহ অন্যান্যরা।

প্রধান অতিথি জাহিদুল হক বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। শীত মৌসুমে গরীব ও অসহায় মানুষদের কষ্ট অনেক বেড়ে যায়। এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকলে শীতার্তদের দুর্ভোগ অনেকটাই কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2