• NEWS PORTAL

  • সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পিকআপ ভ্যানে থাকা নারীসহ ৩ শ্রমিকের 

প্রকাশিত: ১৭:০৬, ১২ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল পিকআপ ভ্যানে থাকা নারীসহ ৩ শ্রমিকের 

ফরিদপুরের বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তারা সবাই শ্রমিক বলে জানা গেছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকাল সোয়া তিনটার দিকে উপজেলার সুতাসি রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় জনতা জুট মিলের পিকআপ ভ্যানটি শ্রমিকদের নিয়ে বোয়ালমারী উপজেলার সুতাশি রেল ক্রসিং পার হচ্ছিল। এ সময় রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী ভাটিয়াপাড়া এক্সপ্রেস ট্রেনটি পিকআপকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জুট মিলের এক নারীসহ তিন শ্রমিকের মৃত্যু হয়।

এই ঘটনায় অন্তত আরও সাত শ্রমিক আহত হয়েছে। আওতাদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2