• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

পদ্মা সেতু এলাকায় আটক `ভারতীয় নাগরিক`রিমান্ডে

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৩, ১৪ অক্টোবর ২০২১

আপডেট: ১৮:১৪, ১৪ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
পদ্মা সেতু এলাকায় আটক `ভারতীয় নাগরিক`রিমান্ডে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর নির্মাণাধীন এলাকায় অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় গ্রেফতার উপেন্দ্র বিহার (৪৫) নামে এক ব্যক্তির ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে মুন্সীগঞ্জ আমলী আদালত ৬-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব এই আদেশ দেন।

মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর জামাল উদ্দিন জানান, বুধবার (১৩ অক্টোবর) দুপুরে তার ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানির পর আদালত তার ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন:
প্রেমের ফাঁদে ফেলে সাত লাখ টাকা আত্মসাৎ করে গরুর খামার স্থাপন
তৃতীয় ধাপে ভোট হবে যে ১০০৭ ইউপিতে
শিশু সন্তানকে কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ

কুমিল্লায় বিজিবি মোতায়েন

মামলার তদন্তকারী কর্মকর্তা লৌহজং থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল জানান, উপেন্দ্র বেশ কিছুদিন ধরে পদ্মা সেতু এলাকায় ঘোরাঘুরি করেছিলেন। তাকে বারবার ওই এলাকায় যেতে নিষেধ করা হলেও তিনি গত মঙ্গলবার পুনরায় পদ্মা সেতু এলাকায় প্রবেশের চেষ্টা করেন। এই সময় সেনাবাহিনী তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার নাম উপেন্দ্র বিহার। বাবার নাম বিন্দাশ্রী বিহার। তিনি ভারতের বিহার রাজ্যের বাসিন্দা।

মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুমন দেব জানান, গত মঙ্গলবার (১২ অক্টোবর) বিকাল ৩টার দিকে পদ্মা সেতুতে নিরাপত্তার দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট ব্রিগেডের সদস্যরা তাকে আটক করে। পরে তাকে লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটকের বিরুদ্ধে অনধিকার প্রবেশ আইনে মামলা করা হয়েছে।

বিভি/এমএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2