• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬

হাসপাতালে নারীর কোলে চার মাসের ‍ছেলেকে রেখে পালালেন ‘মা’

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৬, ২৭ অক্টোবর ২০২১

আপডেট: ১৭:১০, ২৭ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
হাসপাতালে নারীর কোলে চার মাসের ‍ছেলেকে রেখে পালালেন ‘মা’

প্রতীকী ছবি।

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চার মাস বয়সের এক ছেলে শিশুকে ফেলে রেখে পালিয়ে গিয়েছেন তার মা। মঙ্গলবার (অক্টোবর) বেলা ১১টার দিকে ওই শিশুটিকে অন্য এক নারীর কাছে রেখে বাথরুমে যাবার কথা বলে পালিয়ে যায় তার মা। শিশুটি বর্তমানে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত নার্সদের হেফাজতে রয়েছে। খবর পেয়ে বিভিন্ন এলাকা থেকে শিশুটিকে দেখতে হাসপাতালে লোকজন ভীড় করছেন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রণয় ভূষণ দাস জানান, বেলা ১১টার দিকে শিশুটির মা পরিচয় দিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী অন্য এক নারীর কাছে তাকে রেখে বাথরুমে যায়। দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও তিনি ফিরে না আসায় বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়। পরে শিশুটিকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় স্বাস্থ্যগত দিক থেকে পুরোপুরি সুস্থ রয়েছে। বর্তমানে শিশুটিকে নার্সদের কাছে রাখা হয়েছে।

ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সংগে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রণয় ভূষণ দাস।

বিভি/এমএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2