• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

জামায়াত নেতার জানাজায় আ. লীগ নেতারা

প্রকাশিত: ১৫:১৫, ৯ নভেম্বর ২০২১

আপডেট: ১৮:০১, ৯ নভেম্বর ২০২১

ফন্ট সাইজ
জামায়াত নেতার জানাজায় আ. লীগ নেতারা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা জামায়াতের সাবেক আমীর ও ৯ নম্বর সাপলেজা ইউনিয়ন পরিষদের পাঁচবারের চেয়ারম্যান অধ্যাপক তাফাজ্জুল হোসাইন-এর জানাজায় অংশ নিয়েছেন উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। যোগ দিয়েছেন পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজীসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন নেতা।

জানা গেছে, সোমবার (৮ নভেম্বর) রাজধানীর কমফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তাফাজ্জুল হোসাইন। মঠবাড়িয়া উপজেলার সবচেয়ে বড় ইউনিয়ন ৯ নম্বর সাপলেজা। সফল চেয়ারম্যান হিসেবে পেয়েছেন জাতীয় পুরস্কার (স্বর্ণপদক)।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে শহীদ মোস্তফা খেলার মাঠে বর্ষীয়ান এই রাজনীতিকের জানাজায় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ছিলো।

আরও পড়ুন:
ইউপি ভোট: চতুর্থ ধাপের তফসিল বুধবার

২১ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করলো আওয়ামী লীগ

ছবিতে দেখা যায়, পিরোজপুর জেলা জামায়াতের আমীর আধ্যাপক তোফাজ্জেল হোসেন ফরিদ-এর পাশে দাঁড়িয়েছেন মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস। এছাড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এমাদুল হক খান, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাকিল আহমেদ নওরোজ। বিএনপি-জামায়াত জোট এখনও টিকে থাকলেও উপজেলা বিএনপি’র শীর্ষ পর্যায়ের একমাত্র নেতা কেএম হুমায়ুন কবীর অংশ নিয়েছেন জানাজায়।

এসময় স্থানীয় সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজী বলেন, তাফাজ্জুল হোসাইন সাহেবের সম্পর্কে অনেকে অনেক কথা বলেছেন। উনি কেমন ছিলেন আপনারাই ভালো জানেন। পাঁচবার নির্বাচন করেছেন, পাঁচবারই জয়লাভ করেছেন। ন্যায়ের পথে ছিলেন অবিচল। কোমল স্বভাবের মানুষ ছিলেন। একথা আমরা বলতে পারি, উনি ভালো মানুষ ছিলেন।

আরও পড়ুন:
‘সুইসাইড নোটে’ আট নির্যাতনকারীর নাম লিখে টিকটকারের আত্মহত্যা

ইন্টারনেট ছাড়াই ফেসবুক-মেসেঞ্জারে পাঠানো যাবে টেক্সট

উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস বলেন, তিনি নির্লোভ-নির্মোহ মানুষ ছিলেন। তাঁর রাজনৈতিক জীবন বর্ণাঢ্য। আমাদের রাজনীতির পথচলা ভিন্ন ছিলো। আমি তাঁর জন্য দোয়া করি।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এমাদুল হক খান বলেন, তিনি একজন সৎ, দক্ষ সমাজসেবক ছিলেন।

স্মৃতিচারণের পাশাপাশি তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা আওয়ামী লীগ নেতা উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহমেদ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাকিল আহমেদ নওরোজ এবং বিএনপি নেতা কেএম হুমায়ুন কবীরসহ অনেকে।

বিভি/এনএম/এসডি

মন্তব্য করুন: