• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

৯০ বছর বয়সে ৪০ বছরের নারীকে বিয়ে করলেন আইনজীবী

সাইয়িদ মাহমুদ পারভেজ, কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৯, ১৭ জানুয়ারি ২০২২

আপডেট: ২২:১৬, ১৭ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
৯০ বছর বয়সে ৪০ বছরের নারীকে বিয়ে করলেন আইনজীবী

৯০ বছর বয়সে ৪০ বছরের নারীকে বিয়ে করলেন প্রবীণ আইনজীবী কুমিল্লা বার-এর পাঁচবারের সভাপতি অ্যাডভোকেট মো. ঈসমাইল। সোমবার (১৭ জানুয়ারি) বিকালে বিয়ে করে তিনি স্ত্রী নিয়ে নিজের বাসায় ওঠেন। বিয়েতে ওই আইনজীবীর পাঁচ ছেলে ও এক মেয়ে ও নাতি-নাতনিরা উপস্থিত ছিলেন। 

কুমিল্লা নগরীর উজীর দীঘির পাড় এলাকার বাসিন্দা অ্যাডভোকেট খালেদা আক্তার মিতু বিয়ের কাজ সম্পন্ন করেন। তাঁর বাসায়ই বিয়ের কাজ সম্পন্ন হয়। 

কুমিল্লার এই প্রবীণ সুপরিচিত আইনজীবীর বিয়ের খবর ছড়িয়ে পড়লে নগরীজুড়ে আলোচনা সৃষ্টি হয়।    
বিয়ের বিষয়ে অ্যাডভোকেট মো. ঈসমাইলের কোনো মতামত নেওয়া সম্ভব হয়নি। তিনি কারো সংগে কথা বলতে চান না। তবে অ্যাডভোকেট খালেদা আক্তার মিতু বলেন, স্যার তাঁর নিজের প্রয়োজনেই বিয়ে করেছেন। বিয়েতে উনার পাঁচ ছেলে ও এক মেয়ে ও নাতি-নাতনিরা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন:
মাশকালাই ক্ষেতে বিষধর ‘রাসেল ভাইপার’, পিটিয়ে মারলেন কৃষক
দুদকের মামলায় পৌর প্রকৌশলীর স্ত্রী কলেজ শিক্ষিকা কারাগারে

নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ি পুকুরে, দুই এসআই নিহত

জানা গেছে, নতুন মাকে তাঁরা পা ছুঁয়ে সালাম করে বরণ করে নেন। এসময় তারা একে অপরকে মিষ্টিমুখ করান। 

বিয়েতে ৫ লাখ টাকার কাবিন হয়। এর মধ্যে দুই লাখ ৫০ হাজার টাকা উসুল দেন। কন্যার গয়নাসহ আনুসাঙ্গিক সবকিছুই দেওয়া হয়। সোনালি পাড়েরর মধ্যে সোনালি আঁচলের দামী শাড়িও দেওয়া হয়। এ শাড়ি পড়েই কনে স্বামীর বাড়ি নগরীর কাপ্তান বাজারে যান। 

কনের নাম মিনু আরা। তাঁর বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলায়। কুমিল্লা নগরীর দেশওয়ালীপট্টি এলাকায় ভাড়া থাকতেন। 

প্রবীন এই আইনজীবীর বিয়ের খবরে তাঁর সহকর্মী ও অনুজরা গতকাল সন্ধ্যা থেকেই মিষ্টি নিয়ে বাসায় ভীড় জমান। আইনজীবীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও ফুল ও মিষ্টি নিয়ে অ্যাডভোকেট মো. ঈসমাইলের বাসায় যান নবদম্পতিকে অভিনন্দন জানাতে।  

বিভি/এসডি

মন্তব্য করুন: