• NEWS PORTAL

  • শনিবার, ০৫ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ি পুকুরে, দুই এসআই নিহত

প্রকাশিত: ২০:৪৫, ১৭ জানুয়ারি ২০২২

আপডেট: ২১:৩১, ১৭ জানুয়ারি ২০২২

ফন্ট সাইজ
নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের গাড়ি পুকুরে, দুই এসআই নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে দত্তপাড়া থানা রোডে পুলিশের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়েছে। এ ঘটনায় নিহত হয়েছেন দুজন উপ-পরিদর্শক (এসআই) এবং নিখোঁজ রয়েছেন অপর এক পুলিশ সদস্য।

সোমবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটে এ ঘটনা। নিহতরা হলেন সোনারগাঁ থানার দুই উপপরিদর্শক শরিফুল ইসলাম ও কাজী সালে আহম্মেদ। নিখোঁজ ব্যক্তির নাম জানা যায়নি। 

তথ্যটি নিশ্চিত করেছেন ফায়ার সাভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার মো. রাশেদ।

আরও পড়ুন:
নির্বাচন কমিশন আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা
মিষ্টি নিয়ে তৈমূরের বাসায় গেলেন আইভী
আইভী’র মাথায় হাত রেখে যা বললেন তৈমূর

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটিটি ইউনিট উদ্ধারের কাজ করছে। সদর দফতর থেকে একটি ডুবুরি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার আগে কয়েকজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পর দু’জন এসআই মারা গেছেন বলে জানান তাঁরা।

এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাফিজুর রহমান বাংলাভিশন ডিজিটালকে বলেন, দুজন এসআই নিহত হয়েছেন। একজন সদস্য নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন:
পুকুরে পুলিশের গাড়িঃ আহত এএসআইকে আনা হলো ঢাকায়

বিভি/এসএইচ/এসডি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2