• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফেসবুকে রিকোয়েস্ট দেয়ায় অন্তঃসত্ত্বাকে মারপিট, গর্ভে সন্তানের মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩:০২, ২৬ এপ্রিল ২০২২

আপডেট: ২৩:০৩, ২৬ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
ফেসবুকে রিকোয়েস্ট দেয়ায় অন্তঃসত্ত্বাকে মারপিট, গর্ভে সন্তানের মৃত্যু

মানিকগঞ্জের শিবালয়ে ফেসবুকে রিকোয়েস্ট দেওয়াকে কেন্দ্র করে শিখা আক্তার (২৭) নামে অন্তঃসত্ত্বা গৃহবধূ মারপিট ও গর্ভে সন্তান নষ্ট করার অভিযোগ উঠেছে আরেক নারীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পাঁচ মাসের গর্ভের বাচ্চা নষ্ট হয়ে যাওয়ায় গর্ভপাত করানো হয়েছে।

মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে এ বিষয়ে শিবালয় থানায় ভুক্তভোগীর স্বামীর একটি মামলা দায়ের করে। পরে অভিযুক্ত রুনা খন্দকার (৩৭) নামের ওই নারীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত রুনা উপজেলার ছোট বোয়ালী গ্রামের হারুনা অর রশিদ জুয়েলের স্ত্রী।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার শিবালয় নতুন পাড়ার সুরুজ্জামান সুমনের স্ত্রী শিখা আক্তারকে পার্শ্ববর্তী রুনা খন্দকার ফেসবুকে রিকোয়েস্ট পাঠায়।  এনিয়ে ভুক্তভোগী নারী তাকে গালমন্দ করে। পরে সোমবার (২৫ এপ্রিল) সকালের দিকে শিখার বাড়ি ঢুকে রুনা তাকে মারধর করে। এতে শিখার গর্ভের সন্তানের নড়াচড়া বন্ধ হয়ে যায়। একপর্যায়ে শিখার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার আরও অবনতি হলে শিখাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় পরে চিকিৎসকের পরামর্শে রাতে গর্ভপাত করা হয়।  

ভুক্তভোগীর শ্বশুর আমীর শেখ বলেন, রুনা খন্দকার আমার ছেলের বউকে মারধর করে। এসময় পেটে আঘাত করার কারণে পেটের বাচ্চা নষ্ট হয়ে গিয়ে গর্ভপাত করেছে। বউয়ের শারীরিক অবস্থা এখনো ভালো না।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী থানায় একটি মামলা দায়ের করেছে। আসামী রুনা খন্দকার কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গর্ভপাতকৃত বাচ্চার মানিকগঞ্জ সদর থানার তত্ত্বাবধানে ময়নাতদন্তের সম্পন্ন করা হয়েছে।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2