• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২ | ১৬ আষাঢ় ১৪২৯

শহীদ জিয়া স্মৃতি ফুটবল ম্যাচ দেখতে লালমনিরহাটে ইশরাক

লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশিত: ২১:০৮, ২৬ মে ২০২২

ফন্ট সাইজ
শহীদ জিয়া স্মৃতি ফুটবল ম্যাচ দেখতে লালমনিরহাটে ইশরাক

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে রংপুর বিভাগীয় বিএনপির আয়োজনে চলছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। আজ বৃস্পতিবার টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে লালমনিরহাটের বড়বাড়ীতে। ফাইনাল ম্যাচ দেখতে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগরীর দক্ষিণের আহ্বায়ক কমিটির ১ নম্বর সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ।

একই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মোশারফ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক মোহাম্মদ আমিনুল হক এবং লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ বিভিন্ন জেলা বিএনপির নেতৃবৃন্দ। 

লালমনিরহাটে বড়বাড়ী শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এর আগে সেখানে বক্তব্য রাখেন বিএনপির নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ১২ মে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই টুর্নামেন্টের উদ্বোধন করেছিলেন। আজ লালমনিরহাটে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

বিভি/এসডিআর/এজেড

মন্তব্য করুন: