• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

পাহাড়ি ঢল আর পূর্ণিমায় সৃষ্ট জোয়ারে ভোলায় বন্যা

প্রকাশিত: ২৩:৩০, ১৪ জুন ২০২২

ফন্ট সাইজ
পাহাড়ি ঢল আর পূর্ণিমায় সৃষ্ট জোয়ারে ভোলায় বন্যা

পাহাড়ি ঢল আর পূর্ণিমার প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে ভোলা সংলগ্ন মেঘনা আর তেতুলিয়া নদীর পানি বৃদ্ধি পেয়েছে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ফলে এখানকার রাস্তাঘাট, ফসলি জমিসহ বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে।

মঙ্গলবার (১৪ জুন) দুপুর থেকে মেঘনার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বাঁধের বাইরের নিচু এলাকায় পানিবন্দি হয়ে পড়েছে কমপক্ষে ২৫ হাজার মানুষ।

প্লাবিত হওয়া চরগুলো হলো, ভোলার মেঘনার তীরবর্তী সদরের নাছির মাঝি, রাজাপুর, মনপুরার চরনিজাম, কলাতলীর চর, চরযতিন, চরজ্ঞান, চরফ্যাশনের কুকরিমুকরি, ঢালচর, চরপাতিলা, মাঝেরচর, চরশাহজালাল, কচুয়াখালীর চরসহ ২০ চর।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, পূর্ণিমার প্রভাবে সৃষ্ট অস্বাভাবিক জোয়ারে মেঘনার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে তলিয়ে গেছে উপকূলের বিস্তীর্ণ নিচু এলাকা। জোয়ারের পানিতে বাঁধের বাইরের অন্তত ২০টি নিচু এলাকা ডুবে গেছে। পানিবন্দি হয়ে পড়েছেন কমপক্ষে ২৫ হাজার মানুষ। রাস্তাঘাট ও ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে এই এলাকায় বসবাসরত মানুষ। 

ভোলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ডিভিশন-১ এর প্রকৌশলী মো. হাসানুজ্জামান জানান, উজানের পানির চাপে ও মেঘনার পানি বিপৎসীমায় উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নিচু এলাকা প্লাবিত হয়েছে। আরও কিছুদিন এ অবস্থা বিরাজ করতে পারে।

বিভি/এনএ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2