• NEWS PORTAL

মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩

মাদারগঞ্জে ট্রাক্টর চাপায় দুই শিশু আহত

প্রকাশিত: ১৮:৩৩, ২৫ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
মাদারগঞ্জে ট্রাক্টর চাপায় দুই শিশু আহত

জামালপুরের মাদারগঞ্জের ট্রাক্টর চাপায় দুই শিশু আহত হয়েছে। চরপাকেরদহ ইউনিয়নের বীর পাকেরদহ গ্রামে শুক্রবার (২৫ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। 

আহত দুই শিশুর নাম ইমরান (৪) ও মানিক (১১) আহত হয়েছে। ইমরানের পিতা বীর পাকেরদহ গ্রামের শাহিন হোসেনের সন্তান। মানিক মৃত আ. হান্নানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকাল ১১টা ত্রিশ মিনিটে একটি ট্রাক্টর বেপরোয়া গতিতে চলছিল। এ সময় মিতালী বাজার সংলগ্ন বীর পাকেরদহ জামে মসজিদের সামনে গাড়িটির পিছনে থাকা বেকু বহনকারী ভারি যানের অংশ ভেঙে যায়। সেটি রাস্তার পাশে সাইকেল নিয়ে খেলা করতে থাকা শিশুদের চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। অবস্থা আশঙ্কাজনক দেখে এম্বুলেন্সযোগে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়।

ঘটনাস্থলে মাদারগঞ্জ থানা পুলিশ গিয়ে ঘাতক চালক বিপ্লবকে (২৫) আটক করে গাড়িটি পুলিশের হেফাজতে থানায় নেয়। জানা গেছে চালক উপজেলার জোনাইল পক্ষীমারি জালানের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে উপজেলার ৭ শতাধিক ট্রাক্টর বেপরোয়া গতিতে দিন রাত বালুসহ বিভিন্ন মালামাল পরিবহনের কাজ করছে। এতে পথচারীরা নানা বিড়ম্বনার শিকার হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব হক বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’

বিভি/এনএ

মন্তব্য করুন: