• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

পিস হিসেবে তরমুজ কিনে কেজি হিসেবে বিক্রি

প্রকাশিত: ১৬:১১, ২২ মার্চ ২০২৩

ফন্ট সাইজ
পিস হিসেবে তরমুজ কিনে কেজি হিসেবে বিক্রি

পিস হিসেবে তরমুজ কিনে কেজি হিসেবে বিক্রি করায় ৫ ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২২ মার্চ)  দুপুরে নগরীর চৌমাথা বাজার এলাকায় ফলের দোকানে এই অভিযান চালানো হয়।

অভিযান শেষে ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, বাজারে পিস হিসেবে তরমুজ বিক্রি হলেও রমজান মাসের আগমনকে কেন্দ্র করে কেজি দরে তরমুজ বিক্রি শুরু করেন বিক্রেতারা। এমন খবরে অভিযানে নেমে সত্যতা পেয়ে ৫ দোকানিকে ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

রমজান মাসকে কেন্দ্র করে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা। অভিযান পরিচায়নায় র‌্যাব ৮ এর একটি টিম সহায়তা করেন।

বিভি/রিসি

মন্তব্য করুন: