নরসিংদীতে ছাত্রদলের মিছিলে গোলাগুলি: গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু
নরসিংদী জেলা ছাত্রদলের বহিষ্কৃত ও পদবঞ্চিত ছাত্রদল নেতাদের মিছিলে গোলাগুলির ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও এক গুলিবিদ্ধ আশরাফুল (২৩) মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় দুইজন মারা গেলেন।
শুক্রবার (২৬ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমানকে চিকিৎকরা (৩২) মৃত ঘোষণা করেন।
তবে এ ঘটনায় থানায় এখনও কোনো মামলা দায়ের হয়নি। নিহত জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান (৩২) হাজীপুরের আলাউদ্দিন মিয়ার ছেলে।
এদিকে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আশরাফুল পৌর এলাকার সাঠিরপাড়া এলাকার নাজমুল হকের ছেলে ।
জানা যায়, বৃহস্পতিবার বিকালে ২৭ তারিখে নরসিংদীর কাউরিয়া পাড়ার বিএনপির সমাবেশ সফল করার লক্ষ্যে তারা হোন্ডা মিছিল বের করে।
মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের যাওয়ার পথে জেলখানা মোড়ে পৌঁছলে কে বা কারা পরপর দুই রাউন্ড গুলি নিক্ষেপ করে।
এসময় সাদেকুর রহমান (৩২) মাথায় ও আশরাফুল বুকে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সাদেককে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনার ১দিন পর শুক্রবার সাকালে অপর ছাত্রদল নেতা আশরাফুল চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে থমথমে অবস্থা বিরাজ করছে পুরো জেলাজুড়ে। গতকাল রাত ১১টার দিকে বিএনপি নেতা জাহিদের হাজীপুরের বাড়িতে হামলা ভাংচুর ককটেল নিক্ষেপ করে পরে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
ফায়ার সার্ভিসের কর্মীরা এসে পরে আগুন নিযন্ত্রণে আনে বলে জানায় জাহিদ।
উল্লেখ, গত ২৬ জানুয়ারি সিদ্দিকুর রহমান নাহিদকে ছাত্রদলের সভাপতি, মাইনুদ্দিন ভুইয়াকে সিনিয়র সহ-সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। এরপর থেকে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত ছাত্রদল নেতা-কর্মীরা আন্দোলনের নামে খোকনের চিনিশপিরের বাড়িতে দফায় দফায় হামলা ভাংচুর ও অগ্নি সংযোগ করে। এমনকি রায়পুরায় বিএনপি নেতার জানাজার নামাজে যাওয়ার পথে ইটাখোলায় খোকনের গাড়ি বহরে হামলা চালায় তারা।
বিভি/টিটি
মন্তব্য করুন: