• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

বেনাপোলে স্বর্ণের বারসহ ৩ পাসপোর্ট যাত্রী আটক 

প্রকাশিত: ১৭:১৬, ২৯ মে ২০২৩

ফন্ট সাইজ
বেনাপোলে স্বর্ণের বারসহ ৩ পাসপোর্ট যাত্রী আটক 

যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে ২০পিচ স্বর্ণের বারসহ ৩ পাসপোর্ট যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা সদস্যরা।

সোমবার (২৯ মে) সকাল সাড়ে আটটার দিকে ইমিগ্রেশনের ভেতর থেকে কাস্টম শুল্ক গোয়েন্দা সদস্যরা স্বর্ণেরবারসহ তাদের আটক করে।

আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার লাওয়াছড়া গ্রামের আহমেদ মোল্লার ছেলে রনি আহমেদ (৪৩), একই এলাকার শাহিদ মোল্লার ছেলে মহিউদ্দিন (৩৭) ও ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার বাণীসর্দি গ্রামের মোশারফ মিয়ার ছেলে হাবিব মিয়া।

বেনাপোল কাস্টম শুল্ক গোয়েন্দা দপ্তরের উপ-পরিচালক শায়েখ আরেফিন জাহিদ জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ৩জন স্বর্ণ পাচারকারী স্বর্ণ নিয়ে ভারতে যাবে। এ সময় আগে থেকেই ইমিগ্রেশন কাস্টমসে গোয়েন্দারা তৎপরতা বাড়ানো হয়। একপর্যায়ে তাদেরকে আটক করে জিজ্ঞাসা করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের কাছে স্বর্ণ থাকার বিষয়টি স্বীকার করলে, তাদের দেহে তল্লাশি করে ২০পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৩২০ গ্রাম। এসব স্বর্ণের বাজার মূল্য প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা। আসামিদের বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি । 

বিভি/রিসি

মন্তব্য করুন: