মিথ্যা মামলায় সাংবাদিকদের আসামি করার অভিযোগে নিন্দা-প্রতিবাদ

খাগড়াছড়িতে বিভিন্ন রাজনৈতিক সহিংসতায় জেলায় কর্মরত সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে খাগড়াছড়ির পেশাজীবী সাংবাদিক ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
মঙ্গলবার (৩০ মে) খাগড়াছড়ি প্রেস ক্লাব সভাপতি জীতেন বড়ুয়া ও সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ এক যুক্ত বিবৃতিতে বলেন, সম্প্রতি খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘটিত সহিংস ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মীর ন্যায় কর্মরত পেশাজীবী সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়েরের প্রবণতা খুবই দুঃখজনক।
নেতারা এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং একই সাথে এমন ঘৃণ্য তৎপরতা থেকে রাজনৈতিক দলগুলোকে বিরত থাকার আহ্বান জানান।
প্রসঙ্গত, গত ২৬ মে খাগড়াছড়িতে বিএনপির সমাবেশে যোগ দিতে আসার পথে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি পাল্টা-পাল্টি মামলা করেন।
আওয়ামী লীগের দায়েরকৃত মামলায় খাগড়াছড়ি প্রেস ক্লাবে স্থায়ী সদস্য, খাগড়াছড়ি টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে সাধারণ সম্পাদক, বাংলাভিশনের জেলা প্রতিনিধি ও পার্বত্য নিউজের ব্যুরো প্রধান এইচ এম প্রফুল্ল-কে ১৭ নম্বর আসামি করা হয়।
এ মামলার বিষয়ে জানতে চাইলে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী বলেন, বিষয়টি তাদের জানা নেই।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. নাইমুল হক বলেন, বিষয়টি তদন্ত করে দেখবো। অপরদিকে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা বলেন, উপরের নির্দেশে মামলাটি গ্রহণ করা হয়েছে।
বিভি/টিটি
মন্তব্য করুন: