• NEWS PORTAL

  • শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

ঘাটাইলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৫:০৩, ৩১ মে ২০২৩

আপডেট: ১৫:০৩, ৩১ মে ২০২৩

ফন্ট সাইজ
ঘাটাইলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে সরকারি বই বিক্রিসহ নানা অনিয়মের অভিযোগ

টাঙ্গাইলের ঘাটাইলে সাগরদিঘী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রহমত উল্লাহর বিরুদ্ধে অবৈধভাবে সরকারি বই বিক্রি ও নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মানবন্ধ কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (৩১ মে) দুপুরে উপজেলার সাগরদিঘী উচ্চ বিদ্যালয়ের সামনে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও সুশিল সমাজের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থী ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা, প্রধান শিক্ষক রহমত উল্লাহর বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে সরকারি বই বিক্রিসহ নানা অনিয়ম ও  দুর্নীতি অভিযোগ তুলে ধরে প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। 

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, লক্ষিন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. সাইদুর রহমান, সাগরদিঘী দাখিল মাদ্রাসার সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাগরদীঘি ইউনিয়ন যুবলীগের সাবেক আহবায়ক মো. আনছার আলী, যুবলীগ নেতা মেহেদী হাসান ফারুক, আবুবকর, ছাত্রলীগ নেতা জহিরুল ইসলাম প্রমুখ।

বিভি/রিসি

মন্তব্য করুন: