• NEWS PORTAL

  • শুক্রবার, ০৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ফুলবাড়ী সীমান্ত

বিএসএফের রাবার বুলেটের আঘাতে বাংলাদেশি আহত

শফিকুল ইসলাম বেবু,কুড়িগ্রাম

প্রকাশিত: ১৫:৪০, ৩১ মে ২০২৩

আপডেট: ১৫:৫৪, ৩১ মে ২০২৩

ফন্ট সাইজ
বিএসএফের রাবার বুলেটের আঘাতে বাংলাদেশি আহত

ফাইল ছবি

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষি বাহিনী বিএসএফের রাবার বুলেটের আঘাতে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। বুধবার (৩১ মে) সকাল সোয়া ছয়টার দিকে উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের নাকারজান সীমান্ত এলাকার ৯৪০ এর ৬ নম্বর সাব পিলারের নিকট এ ঘটনা ঘটে। ওই সীমান্তে বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে। 

প্রত্যক্ষদর্শী সীমান্তবাসীরা জানান, বুধবার সকালে ভারত- বাংলাদেশের ৫/৭ জনের একটি যৌথ চোরাকারবারি দল মাদক ও গরুর মাংস পাচারের উদ্দেশ্যে কাঁটাতারের বেড়ার পাশে যায়। তারা ঢিল ছুঁড়ে মাদক ও গরুর মাংসের পোটলা কাঁটাতারের বেড়ার উপর দিয়ে পাড় করার চেষ্টা করে। এসময় ভারতীয়  ১৩৮ নম্বর বিএসএফ ব্যাটলিয়নের অধিন সাবরি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বাংলাদেশী মনসুর আলীর ছেলে হাফিজুর রহমান হাফি (৪০) মুখ, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে রাবার বুলেটের স্প্রিন্টার বিদ্ধ হয়ে গুরুত্বর আহত হন। তার সহযোগীরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে অজ্ঞাত স্থানে চিকিৎসা দিচ্ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। 

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন কাশিপুর কোম্পানী কমান্ডার সুবেদার আশরাফ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ওই সীমান্তে বিজিবি সর্তক অবস্থানে রয়েছে। 

মন্তব্য করুন: