মানিকগঞ্জে আওয়ামী লীগের স্মার্ট কর্নার উদ্বোধন

মানিকগঞ্জে আওয়ামী লীগের স্মার্ট কর্নার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার।
বৃহস্পতিবার (১ জুন) দুপুরে স্মার্ট কর্নার উদ্বোধন উপলক্ষে শহরের সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (সাবিস) মিলনায়তনে এক মতবিনিময় সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাড. গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. আবদুস সালাম সঞ্চালনা করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এবিএম হেলাল উদ্দিন, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ,আফসার উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার,জেলা যুব মহিলালীগের আহবায়ক রোমেজা আক্তার খান মাহিন, জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাত কোরইশী সুমন, সাধারণ সম্পাদ রাজিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিভি/রিসি
মন্তব্য করুন: