• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সারাদেশে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন

প্রকাশিত: ১১:৫৯, ৫ মে ২০২৫

ফন্ট সাইজ
সারাদেশে বিচার বিভাগীয় কর্মচারীদের কর্মবিরতি পালন

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে সারাদেশের বিচার বিভাগীয় কর্মচারীরা দুই ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন।

সোমবার (৫ মে) সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন অধস্তন আদালতের কর্মচারীরা।

অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রেজোয়ান খন্দকার ও সাধারণ সম্পাদক কাজী মো. সালাউদ্দিন এ তথ্য জানান।

১৯ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সভাপতি মো. রেজোয়ান খন্দকার এ কর্মসূচি ঘোষণা করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ১৯ এপ্রিল সংবাদ সম্মেলনে ৪ মের মধ্যে দাবি বাস্তবায়নের অনুরোধ জানানো হয়।

সংবাদ সম্মেলনের পর সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে অ্যাসোসিয়েশনের সাংগঠনিক টিম একাধিকবার যোগাযোগ করলেও দাবি মানার ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এ কারণেই তারা দুই ঘণ্টা কর্মবিরতিতে যাচ্ছেন। এর পরেও দাবি না মানলে আরও বড় কর্মসূচি ঘোষণা করবে অ্যাসোসিয়েশন।

বিভি/টিটি

মন্তব্য করুন: