• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

২১ আগস্ট গ্রেনেড হামলার মামলা

৪৯ আসামির খালাসের বিরুদ্ধে করা আপিলের শুনানি ২৬ মে

প্রকাশিত: ১৫:৪৮, ১৫ মে ২০২৫

ফন্ট সাইজ
৪৯ আসামির খালাসের বিরুদ্ধে করা আপিলের শুনানি ২৬ মে

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় ৪৯ আসামির সবাইকে খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের পরবর্তী শুনানি ২৬ মে। 

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের আপিল বিভাগের বেঞ্চে এই শুনানি শুরু হয়। প্রথম দিনের শুনানি শেষে ২৬ মে পর্যন্ত শুনানি মুলতবি করেন সর্বোচ্চ আদালত।

এর আগে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ গত বছরের ১ ডিসেম্বর তারেক রহমানসহ সব বিবাদীকে খালাস দিয়ে রায় দেয়।

২০১৮ সালের ১০ অক্টোবর এ মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেয় বিচারিক আদালত। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে।

আর, ১১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। ২০০৪ সালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় নিহত হন ২৪ জন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2