• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫

আসছে অনলাইনে জামিননামা, এক ক্লিকেই জামিনাদেশ যাবে কারাগারে

প্রকাশিত: ১৩:২১, ১৪ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:০৬, ১৪ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
আসছে অনলাইনে জামিননামা, এক ক্লিকেই জামিনাদেশ যাবে কারাগারে

ফাইল ছবি

হয়রানি নিরসনে বুধবার (১৫ অক্টোবর) থেকে অনলাইনে জামিননামা পাঠানো হবে বলে জানিয়েছেন, আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। এর ফলে জামিন পাওয়ার পর এক ক্লিকে জামিননামা সংশ্লিষ্ট কারাগারে চলে যাবে। মঙ্গলবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। 

আইন উপদেষ্টা বলেন, আদালত থেকে জামিন পাওয়ার পর আসামিকে ১২টি ধাপ অতিক্রিম করতে হয়। এর কোনো কোনো ধাপে টাকাও খরচ করতে হয়। তাই, সাধারণত মানুষের হয়রানি কমাতে জামিননামা অনলাইনে পাঠানো হবে। কাল (বুধবার) থেকে জামিন হওয়ার পর এক ক্লিকেই সেই আদেশ চলে যাবে কারাগারে।

তিনি বলেন, আমরা আইন মন্ত্রণালয় থেকে অনেকগুলো সংস্কার করেছি। একদম নিজেরা করেছি, কারও কোনো সহযোগিতা ছাড়া। 

ড. আসিফ নজরুল আরও বলেন, বিচার বিভাগের পৃথক সচিবালয় অন্তর্বর্তী সরকারের সময়ই হবে। বিচার বিভাগ পৃথক সচিবালয় আইন, গুমের আইন, দুদক আইন, হিউম্যান রাইটস আইন আগামী কয়েক সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে।
 

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2