শেখ হাসিনাসহ তিন জনের মামলায় তৃতীয় দিনের যুক্তিতর্ক শেষ

জুলাই-আগস্ট হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।
এর আগে, রবিবার বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইবুনাল-১ এ মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। আওয়ামী শাসনামলের গুম খুন, অপশাসনের বিভিন্ন বিষয় তুলে ধরেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। জানান, কিভাবে পর্যায়ক্রমে ১/১১ তে মঈনুল-ফখরুলের সহায়তায় ক্ষমতায় আসা আওয়ামী সরকার ফ্যাসিস্টে পরিণত হয়। যার ধারাবাহিকতায় ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনার নির্দেশে জুলাই গণহত্যা সংগঠিত করে তারা।
এদিকে, কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানী ২৩ অক্টোবর নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ২। গত ২৫ সেপ্টেম্বর ইনুর বিরুদ্ধে গণহত্যায় সহযোগিতাসহ আটটি নির্দিষ্ট অভিযোগ দাখিল করা হয় ট্রাইব্যুনালে।
বিভি/এসজি
মন্তব্য করুন: