মানবতাবিরোধী অপরাধের মামলায় চতুর্থ দিনের যুক্তিতর্ক চলছে

ফাইল ছবি
জুলাই-আগস্টের হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় চতুর্থ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন চলছে।
বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আজও অভিযোগের পক্ষে যুক্তি উপস্থাপন করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে, ট্রাইব্যুনাল-২ এ, জুলাই আন্দোলনে সাভারের আশুলিয়ায় ছয় লাশ পোড়ানো মামলায় ১১তম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। এছাড়া, জুলাই-আগস্টে দেশজুড়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, এমপি, উপদেষ্টা, বিচারপতিসহ ৪৫ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন ৮ ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল-১। সেই সঙ্গে, চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিমসহ তিনজনকে হত্যা মামলায় চট্টগ্রাম-৬ আসনের সাবেক এমপি এ বি এম ফজলে করিম চৌধুরী ও অন্য মামলায় চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে ওয়ারেন্টের আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল।
বিভি/এসজি
মন্তব্য করুন: