• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫

খুলনায় জোড়া খুনের মামলায় ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ

প্রকাশিত: ১৯:৫৪, ২৮ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
খুলনায় জোড়া খুনের মামলায় ৭ জনের মৃত্যুদণ্ডাদেশ

খুলনার দৌলতপুরের পারভেজসহ জোড়া হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে খুলনার অ‌তি‌রিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক সু‌মি আহমেদ এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়‌টি নি‌শ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকা‌রী শুভন্দু রায় চৌধুরী।

সাজাপ্রাপ্তরা হলেন- ইমামুল কবীর জীবন (পলাতক), রাজ, শহীদ শাহারিয়ার মিথুন, তুষার গাজী, সোয়েব সুমন (পলাতক), শাকিল (পলাতক) ও তুহিন। এছাড়া মামলায় খালাস পেয়েছেন কুটি ও শামীম।

আদালত সূত্রে জানা যায়, ২০০৯ সালের ৩ জানুয়ারি দৌলতপুরের দেয়ানা সবুজ সংঘ মাঠের কাছে সন্ত্রাসীরা গুলি করে ও কুপিয়ে পারভেজ হাওলাদারকে হত্যা করে। পারভেজকে বাঁচাতে গেলে এলাকাবাসীর ওপর গুলি চালায় সন্ত্রাসীরা। এ সময় সুপর্না সাহাসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পরে সুপর্না সাহাও মারা যান। এ ঘটনায় পারভেজের বাবা নিজাম উদ্দিন বাদি হয়ে ৪ জানুয়ারি ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।  

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারহানা হক ডেইজি বলেন, এ মামলায় ৯ জন আসামি ছিল। যার মধ্যে ৭ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২ জনকে খালাস দেওয়া হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2